২৯ অক্টোবর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

মুষলধারে ভারী বৃষ্টিতে পৃথক পাহাড় ধ্বসের ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশু-কিশোর ও নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০-১৫ জন।

বুধবার (১৯ জুন) ভোর রাতের কোন একসময় একাধিক ক্যাম্প এলাকায় এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। নিহতদের মাঝে স্থানীয় কিশোরসহ দু’জন বাংলাদেশী। বাকিরা সবাই রোহিঙ্গা। উখিয়া থানায় ওসি মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- স্যার, উখিয়ার ক্যাম্প: ৮ ইস্টের ব্লক : বি/৮২’র বাসিন্দা মো. আনোয়ারের ছেলে মো. হারেছ (৪), ক্যাম্প: ৯’র ব্লক : আই/৪’র বাসিন্দা আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮), ব্লক আই/৯’র বাসিন্দা মো. জামালের ছেলে মো. সালমান (৩), ক্যাম্প: ১০’র ব্লক এফ/১০’র বাসিন্দা লাল মিয়ার ছেলে আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), আবুল কালামের মেয়ে আবু মেহের (২৪), শরীফ হোসেনের মেয়ে জয়নব বিবি (১৯), ক্যাম্প-৯’এ অবস্থান করা চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকার আলী জুহারের ছেলে হোসেন আহমেদ (৫০) ও ক্যাম্প-১৪ এর পাহাড় ধসে উখিয়ার পালংখালীর থাইংখালীর শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২)। ক্যাম্প-১৪ এর লাগোয়া বাড়িতে ভূমিধ্বসে মারা যাওয়া আবদুল করিম স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

উখিয়া থানায় ওসি মো. শামীম হোসেন জানান, মঙ্গলবার মাঝ রাত হতে কক্সবাজার জেলায় ভারী বর্ষণ শুরু হয়। শেষরাতে তা মুষলধারে রূপ নেয়। হয়ত এর কোন এক সময়ে চারটি ক্যাম্পে পৃথক পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। পাহাড়ের মাটিচাপা পড়ে এক ক্যাম্পে চারজন, আরেক ক্যাম্পে দুজন, আর দুই ক্যাম্পে একজন করে মোট নয়জন মারা যান। এদের মাঝে স্থানীয় কিশোরসহ দুজন বাংলাদেশী, বাকি ৭জন রোহিঙ্গা।

ফায়ার সার্ভিস উখিয়া স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বুধবার ভোররাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে খবর আসে পাহাড় ধ্বসের। আমরা ঘটনাস্থলে গিয়ে ৯নম্বর ক্যাম্পে স্বামী-স্ত্রী ও ১০ নম্বর ক্যাম্পে ৪জনকে মাটিচাপা অবস্থা হতে উদ্ধার করেছি। বাকিতিন জনের মরদেহ আমরা উদ্ধার করিনি।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, মঙ্গলবার রাত হতে কক্সবাজার জুড়ে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বুধবার দিনের ১২টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত হতে চলমান ভারী বর্ষণে উখিয়ার চারটি পৃথক ক্যাম্পে পৃথক পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এতে শিশু, নারীসহ ৯ জনের প্রাণহানি ঘটেছে। এদের মাঝে এক কিশোরসহ দুজন বাংলাদেশী বাকি ৭ জন রোহিঙ্গা। বৃষ্টি অব্যহত থাকায় অন্য পাহাড় ধ্বসের শংকা থাকা এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।

আরও পড়ুন