কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরসা-আরএসওর মাঝে সংঘটিত গোলাগুলিতে ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা সকলেই রোহিঙ্গা দুষ্কৃতিকারী বলে দাবি পুলিশের।
এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ফোরকান (২৩), খাইরুল বশর এর ছেলে মোহাম্মদ জুবায়ের (২৯), মৃত ফকির আহমদের ছেলে বি রহমান (৩৪) এরা তিনজন উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোস্তাক আহমেদ এর ছেলে এনাম উল্লাহ (২৩), একই রোহিঙ্গা ক্যাম্পের শাকের উল্লাহর ছেলে এবাদত উল্লাহ (২৫), উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শাকের এর ছেলে আরিফ উল্লাহ (৩০)।
শুক্রবার (৭জুলাই) দিনগত রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা।
৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলমান। তথ্য উপাত্ত আরো সংগ্রহের পর বিস্তারিত জানানো হবে। ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতয় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এখনো হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ জমা না দেয়ায় মামলা রেকর্ড করা হয়নি।
প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও সন্ত্রাসী বাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। ওই সময় ৫ জন সন্ত্রাসী রোহিঙ্গা নিহত হয়। রাতে পাহাড়ের ঢালু থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়।
				












