২৪ অক্টোবর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ফের খুন

কক্সবাজার প্রতিনিধি »

দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যার দুইদিন পার না হতেই আবারও খুনের ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। সোমবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উখিয়ার ১৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ক্যাম্প-১৯ এ দুষ্কৃতিকারীরা একজন সাধারণ রোহিঙ্গাকে খুন করেছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ১৫ অক্টোবর রাতে ১৩নং ক্যাম্পে দুইজন রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর রেশ না কাটতে দুইদিনের মাথায় আবারও হহত্যাকেণ্ডের ঘটনা ঘটল।

আরও পড়ুন