২৪ অক্টোবর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি করে হত্যার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুন) সন্ধ্যায় ক্যাম্প-১৭ তে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাহ (৪৮) রোহিঙ্গা এ এইচ-৮৪ ব্লকের আব্দুল্লাহ’র ছেলে।

সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা মোহাম্মদ শাহকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে গুলিতে একজন নিহতের ঘটনা ঘটেছে জেনেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কি কারণে হত্যার ঘটনা ঘটলো তা পূর্ণাঙ্গ তথ্য পেলে বিস্তারিত জানানো যাবে।

বিষয়টি সম্পর্কে জানতে ১৭ নম্বর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক নাইমকে একাধিক বার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করার হয়। কিন্তু তিনি কোন ধরণের সাড়া না দেয়ার কোন তথ্য জানা যায়নি।

আরও পড়ুন