২৪ অক্টোবর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে ফের দুষ্কৃতিকারিদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের ক্যাম্পের এক উপ-নেতা গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মাঝ রাতে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ।

গুলিবিদ্ধ মোহাম্মদ সলিম (২৮) কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি ক্যাম্পটির সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝি (সহকারী নেতা) হিসেবে দায়িত্বরত।

রাতে তাকে উদ্ধার করে কুতুপালং আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারিদের গোলাগুলিতে এক রোহিঙ্গা সাব-মাঝি গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অস্ত্রধারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দিনে গোলাগুলির ঘটনা ঘটে ক্যাম্পে। এসময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর ১২ ঘন্টা না যেতেই ফের গোলাগুলির ঘটনায় একটি চাপা আতংক বিরাজ করছে ক্যাম্পে।

আরও পড়ুন