কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। এরপর এপিবিএন সদস্যের সাথে আরসা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক আরসা সদস্য নিহত হন।
শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-১৭/এল মসজিদের পাশে পাহাড়ের পাদদেশে এঘটনা ঘটে। এসময় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ৮ আর্মড ব্যাটালিয়ন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ।
নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমদের ছেলে মো.হাসিম (৩২) ও ক্যাম্প-১৮ ব্লক এল/১৭ নুরুল ইসলামের স্ত্রী নূর হাবা (৫০)।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের ২ সদস্য আহত হয়েছে। নিহত আরসার সন্ত্রাসী হাসিম (৩২) রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড, মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে জড়িত ছিলেন। এ ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।