২৪ অক্টোবর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ফের দুই মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের উখিয়ার থাইংখালি ১৩ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে দুর্বৃত্তরা ফের দু’জন মাঝিকে কুপিয়ে করে হত্যা করেছে।শনিবার (১৫ অক্টোবর) সন্ধা সাড়ে ৬টার দিকে ক্যাম্পের একটি চায়ের দোকানের সামনে এঘটনা ঘটে। একজন ঘটনাস্থলে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মারা গেছেন।

নিহতরা হলেন, উখিয়া থাইংখালি ১৩ নম্বর ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মৃত নুর মোহাম্মদের ছেলে মো. আনোয়ার(৩৮) একই ক্যাম্পের সাব-মাঝি মৌলভী সৈয়দ কাসিমের ছেলে মৌলভী মো. ইউনুস(৩৮)।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ের সহকারী পুলিশ সুপার(অফস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমদ বলেন, শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার থাইংখালি ক্যাম্প-১৩ এর এফ ব্লকের হেডমাঝি মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী মো. ইউনুস একটি দোকানের সামনে অবস্থান করে স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলছিলেন।

এসময় ১৫-২০ জনের একটি দুষ্কৃতিকারী দল তাদেরকে উপর্যুপরি কুপিয়ে চলে যায়। এতে সাবমাঝি মৌলভী মো. ইউনুস ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আর ব্লক হেডমাঝি আনোয়ার গুরুতর জখম পান। তাকে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে আনোয়ারও মারা যান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর এফ ব্লক হেড মাঝি আনোয়ার ও সাব-মাঝি ইউনুস দুর্বৃত্ত কর্তৃক জখম হয়ে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার ফারুক বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক।

আরও পড়ুন