কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ার শফি উল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যার আগে সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইতোমধ্যে আনুমানিক কয়েকশ’ ঝুঁপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে রোহিঙ্গারা।
ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দা নুরুল বশর জানান, ফায়ার সার্ভিসের লোকজন প্রাণান্ত চেষ্টা করার পরও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। এরমধ্যে কয়েকশ’ ঘর পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, ১৬নং ক্যাম্পের জি- ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হল তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। এখানো হতাহতের খবর আমাদের কাছে নেই। আগুণ নিয়ন্ত্রণ আসলে ক্ষয়ক্ষতি জানা যাবে।
এরআগে গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে।
এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।
তারও আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে ক্যাম্পে লাগা আগুনে মৃত্যু হয় ডজনাধিক রোহিঙ্গার। পুড়ে যায় ১০ হাজারের অধিক ঘর।













