১৯ ডিসেম্বর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে মিললো ‘অত্যাধুনিক গ্রেনেড’

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে-৮ ইস্টের এক রোহিঙ্গার ঘরে মিলেছে অত্যাধুনিক গ্রেনেড সদৃশ এক বস্তু। এসময় ঘরের মালিক রোহিঙ্গা মোহাম্মদ নবীকেও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ক্যাম্প-৮ ইস্ট এর ব্লক বি/৩৯ এ গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পাওয়া বাড়িটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পজুড়ে আতংক বিরাজ করছে।

শুক্রবার (৬ জানুয়ারি) জুমার নামাজের পর গ্রেনেড সদৃশ বস্তুটির সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে।

এরআগে একদল দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন গ্রেনেড সদৃশ বস্তু পাওয়া বসত ঘরের মালিক মোহাম্মদ নবী। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মোহাম্মদ নবী ক্যাম্প-৮ এর বি/৩৯ ব্লকের বাসিন্দা মোহাম্মদ কাশিমের ছেলে।

সূত্র মতে, শুক্রবার বেলা দেড়টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এর বি/৩৯ এলাকায় কথিত আরসা সদস্যদের ১০-১২ জনের একটি দল প্রবেশ করে ৫-৭ রাউন্ড ফায়ার করে। এতে রোহিঙ্গা শরনার্থী মোহম্মদ নবী গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করতে গিয়েই তার ঘরে একটি গ্রেনেড সদৃশ বস্তুর অস্তিত্ব মিলে। গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ আর বাড়িটি ঘিরে রাখা হয়।

গ্রেনেড সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের ইনচার্জ (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আমীর জাফর বলেন, ক্যাম্পের একটি বাসায় গ্রেনেড সদৃশ বস্তু দেখে আপাতত আমরা বসত ঘরটি ঘিরে রেখেছি। সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলে সেনাবাহিনীর বিশেষজ্ঞ বিস্ফোরক দলকে ডাকা হয়েছে। এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন ৮ এপিবিএনের দায়িত্বশীল এ কর্মকর্তা।

অপরদিকে নাম গোপন রাখার শর্তে রোহিঙ্গাদের একটি সূত্র বলেছেন, বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলতে আন্তর্জাতিক বেশ কিছু চক্র রোহিঙ্গা সন্ত্রাসীদের ব্যবহার করছে। বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। প্রা প্রতিদিনই কোন না কোন ক্যাম্পে গুলি, হামলার ঘটনা ঘটাচ্ছে অদৃশ্য ইশারায় চলা রোহিঙ্গাদেরই অপরাধী গ্রুপ। নিজ কওমকেই তারা নির্দিধায় হত্যা করছে। সৃষ্টি করছে অরাজক পরিস্থিতির।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল উদ্দীন ভূঁয়া বলেন, গ্রেনেড সদৃশ বস্তুটি কিভাবে, কোথা থেকে আসলো তা নিশ্চিত করা যাচ্ছে না। আহত নবী আমাদের হেফাজতে রয়েছেন। সুস্থ হলে তাকে জিজ্ঞেসবাদ ও অনুসন্ধান শেষে বিস্তারিত জানানো হবে। #

আরও পড়ুন