কক্সবাজার প্রতিনিধি »
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে শ্বাস রোধে হত্যা করেছে পাষণ্ড স্বামী। সোমবার (১১ এপ্রিল) ভোররাত ২টার দিকে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-ডি, শেড নং-৭১১/১- এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত পারভীন আক্তার (১৮) নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-ডি, শেড নং-৭১১/১, বাসিন্দা মো. ইয়াছিনের স্ত্রী ও বশির আহমেদের মেয়ে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে মনে করছেন এপিবিএন অধিনায়ক।
গ্রেফতার ঘাতক স্বামী মো. ইয়াছিন (২০) নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-ডি, শেড নং-৭১১/১, বাসিন্দা কালু হাজীর ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) মো.তারিকুল ইসলাম তারিক জানান, পারিবারি কলহের জেরে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী।
এ খবর পেয়ে ক্যাম্পের এপিবিএনের অফিসার ও ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী ইয়াসিনকে আটক করে।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের (আইএএফডি) হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদে স্বামী স্বীকার করেছে পারিবারিক কলহের জেরে তিনি স্ত্রীকে মেরে ফেলেছেন। এ ঘটনায় মামলা করে, স্বামীকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।













