কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ কমান্ডার হাফেজ জুবায়েরকে (৩২) গ্রেফতার করেছে এপিবিএন সদস্যরা। বুধবার (১০ মে) ভোর ৪টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ ব্লক- এ/১৪ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার হেফাজত হতে দেশীয় তৈরি ৪টি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা দুইটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন ৮ এপবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ।
গ্রেফতার হাফেজ জুবায়ের উখিয়ার ক্যাম্প-১৯ এর ব্লক-এ/১৪ এর ওমর মিয়া ছেলে ও তিনি আরসার কমান্ডার হিসেবে ক্যাম্পে পরিচিত।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ নম্বর ক্যাম্প ব্লক-এ/১৪তে বিশেষ অভিযান চালানোহয়। এসময় আরসা কমান্ডার হাফেজ জুবায়েরকে গ্রেফতার ও তার হেফাজত হতে ৪টি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা দুইটি ওয়াকিটকি সেট, চার্জারসহ তাকে গ্রেফতার করা হয়। গোয়ান্দা সংস্থার অফিসারদের সাথে নিয়ে এপিবিএন সদস্যরা যৌথ অভিযান চালায়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সাধারণ রোহিঙ্গারা জানান, গ্রেফতার আরসা কমান্ডার জুবায়ের ক্যাম্প এলাকায় অপহরণ, খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করতো। তার অত্যাচার নির্যাতনে আতঙ্কে থাকতাম সবাই। তার হাতে অনেক সাধারণ রোহিঙ্গা নির্যাতনের শিকার হয়েছে। তবে, ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এএসপি ফারুক।













