৪ নভেম্বর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি »  

কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।

বুধবার বিকেলে মধুরছড়া ডি ক্যাম্প থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্জিনা আক্তার।

হত্যার শিকার মোহাম্মদ ইউসুফ (৩১) মধুরছড়া ডি জোনের ৩নং ব্লকের শামসুল হকের ছেলে।

ওসি মর্জিনা জানান, রোহিঙ্গা ক্যাম্পে একটি গলাকাটা লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার মুল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন