২৬ অক্টোবর ২০২৫

রোহিঙ্গা যুবককে কুপিয়ে খুন

কক্সবাজারের উখিয়ার আশ্রয় ক্যাম্পের কবরস্থান এলাকায় আড্ডা দেয়ার কালে নৃশংস ভাবে কুপিয়ে এক রোহিঙ্গা যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুলাই) বিকাল ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট এর ডি/০১ ব্লকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন।

নিহত মোহাম্মদ ইসমাইল (৩৬) উখিয়ার আশ্রয় শিবিরে ক্যাম্প-২ ইস্টের ডি/১ ব্লকের বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি জানান, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট এর ডি/১ ব্লকে বসবাসরত মোহাম্মদ ইসমাইল ক্যাম্পের পাশে কবরস্থান সংলগ্ন এলাকায় আড্ডা দিচ্ছিল। এসময় ৮/১০জনের একটি দুর্বৃত্তদল আকস্মিক এসে ইসমাইলের পেটে, পিঠে ও গলায় নৃশংস ভাবে ছুরিকাঘাত করে চলে যায়।

তার শোর চিৎকার শুনে কয়েকজন রোহিঙ্গা এগিয়ে এসে তাকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, সন্ধ্যায় ঘটনায় খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন