বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের রোয়াংছড়িতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন গুরুত্বর আহত হয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন ও রোয়াংছড়ি ফায়ার সার্ভিস টিম উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় জানান, বেংছড়ি পাড়া হতে রোয়াংছড়ি বাজারে চাঁদের গাড়ি যোগে আসার পথে রোয়াংছড়ি বাজারে পৌঁছার আগে ওয়াগয় পাড়া ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছলে গাড়ি ছাদ থেকে পড়ে গুরুত্বর আহত হন বেংছড়ি পাড়া বাসিন্দা গ্যোইচিংমং মারমার ছেলে বাশৈসিং মারমা (৪০) ও অপর একজন চিংহ্লাখয় মারমা (৪৩) এক ব্যক্তিকে রোয়াংছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমাসহ আহত ব্যক্তিদের খোঁজ-খবর নেন এবং আহত ব্যক্তিদেরকে সতর্কতার সাথে চলাফেরা করা নির্দেশনা দেন।













