বাংলাধারা প্রতিবেদক»
‘আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে যোগাযোগের নতুন নিয়ম। সমস্ত কল রেকর্ডসহ ফোন কল রেকর্ডিং সংরক্ষণ করবে র্যাব। এছাড়াও হােয়াটসঅ্যাপ-টুইটার নিরীক্ষণ করা হবে। পর্যবেক্ষণ করা হবে ফেসবুকও।’—র্যাবের নামে দেয়া এমন তথ্য সম্বলিত একটি পোস্ট ফেসবুকে সম্প্রতি ভাইরাল হয়েছে। তবে এসব তথ্য নেহাতই গুজব বলছে এলিট ফোর্সটি।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এম এ ইউসুফ বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিত্তিহীন ওই পোস্টে বলা হয়, আগামীকাল থেকে নতুন যােগাযােগের নিয়ম চালু হতে যাচ্ছে। সমস্ত কল রেকর্ড করা হবে এবং রেকর্ডিং সংরক্ষণ করা হবে। হােয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করা হবে। টুইটার নিরীক্ষণ করা হবে। ফেসবুক পর্যবেক্ষণ করা হবে। সমস্ত সামাজিক মিডিয়া এবং ফোরাম পর্যবেক্ষণ করা হবে। যারা জানেন না তাদের জানিয়ে দিন ।
ওই পোস্টে আরও বলা হয়, সকলের ডিভাইসগুলি মন্ত্রিসভা সিস্টেমে সংযুক্ত করা অপ্রয়ােজনীয় বার্তাগুলি না পাঠানাের প্রতি যত্নশিল হােন এবং যত্ন নেওয়ার জন্যে আপনার বাচ্চাদের , আত্মীয়স্বজন এবং বন্ধুদের এ সম্পর্কে অবহিত করুন। কোনও পােস্ট বা ভিডিও ইত্যাদি ফরওয়ার্ড করবেন না। আপনি সরকার, প্রধানমন্ত্রী ইত্যাদি সম্পর্কে রাজনীতি বর্তমান পরিস্থিতি সম্পর্কিত কোন পােস্ট করা থেকে বিরত থাকুন।
পোস্টে বলা হয়, পুলিশ সাইবার ক্রাইম নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং ব্যবস্থা নেওয়া কথা বলা বলেছেন । আপনার বন্ধুদের এবং অন্যদেরও অবহিত করুন । যে কোনও রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের কোনও ছবি লেখা বা ফরওয়ার্ড করা এখন আপরাধ। ওয়ারেন্ট ছাড়াই আজ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ন, সবাইকে জানিয়ে দিন।
অপ্রয়ােজনীয় বার্তাগুলি না পাঠানাের প্রতি সাবধান হােন এবং এই সম্পর্কে প্রত্যেককে অবহিত করুন, ধন্যবাদ। সর্তকতায় র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব ।
এবিষয়ে লেফটেন্যান্ট কর্ণেল এম এ ইউসুফ বাংলাধারাকে বলেন, ‘এই পোস্টটি আমাদের নজরে এসেছে। এটি শতভাগ মিথ্যা। র্যাবের পক্ষ থেকে এই পোস্টকে ইতিমধ্যে ভুয়া হিসেবে চিহ্নিত করে আমরা সবাইকে সচেতন করছি। জনমনে বিভ্রান্তি তৈরির জন্যে একটি চক্র এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’
উল্লেখ্য, এর আগেও ২০২০ সালেও একই তথ্য সম্বলিত পোস্ট দিয়ে র্যাবের নাম দিয়ে গুজব ছড়ানো হয়েছিল।
বাংলাধারা/আরএইচআর













