কক্সবাজারের উখিয়া থেকে র্যাবের ছদ্মবেশে অপহরণকারী চক্রের মূলহোতা ‘বলি’ সিকদারকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তারকৃত সিকদার (৪৫) উখিয়ার পালংখালির মরা আমগাছ তলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুর ছেলে। বিষয়টি আজ শনিবার দুপুরে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
তিনি জানান, গত ১১ জুন বুধবার রাত আনুমানিক ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৫’তে বসবাসরত মো. রহিমুল্লাহর ছেলে মো. হাফিজ উল্লাহকে র্যাব পরিচয়ে ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব, সন্ত্রাসী শিকদার নিজ বসতঘর থেকে ডেকে টেকনাফের রঙ্গিখালী গহীন পাহাড়ে নিয়ে যায়।
পরবর্তীতে অজ্ঞাত স্থান থেকে সন্ত্রাসীরা ভিকটিমের পরিবারের নিকট ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ও ভিকটিমের পরিবার প্রশাসনের সহায়তা নিলে হাফিজ উল্লাহকে মেরে ফেলার হুমকি দেন।
পরবর্তী অপহরণের এ সংবাদ পেয়ে র্যাব-১৫ ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার মাধ্যমে গত ১৪ জুন মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক মো. সুমন মুন্সিকে আটক করতে সক্ষম হয়।
পরে তার দেওয়া তথ্যমতে গত ১৫ জুন সকাল ৭ টার দিকে র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের সমন্বয়ে টেকনাফ রঙ্গীখালির গহীন পাহাড়ে অপহরণকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করে অপহরণের শিকার মো. হাফিজুল্লাহকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি অন্যান্য মালামালও উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে। এ অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও অপহরণ চক্রের অন্যতম মূলহোতা সিকদার প্রকাশ বলিকে গত ২৭ জুন সন্ধ্যা র্যাব ১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল উখিয়ার পালংখালি মরাগাছতলা থেকে আটক করতে সক্ষম হয়।এবং আটক সিকদারকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।