বিশেষ প্রতিবেদক »
দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। লকডাউনের সুযোগে অবৈধ আয়ে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস। যেসব বাস শিক্ষক বা শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে সরকার থেকে। তবে শুক্রবার (২ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরেরসরাই থেকে সীতাকুণ্ড পর্যন্ত চট্টগ্রামমুখী মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রী নামাতে দেখা গেছে একটি সাদা রঙের বাসকে।
আরও অভিযোগ রয়েছে, সরকারের পক্ষ থেকে গণপরিবহন বন্ধে নিষেধাজ্ঞা থাকলেও চবি বাস চালক তা মানেনি। সরকারী ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন দিয়ে যাত্রী পরিবহনের মতো ঘটনা মারাত্মক অপরাধ। প্রশাসনের গাফিলতির কারণে সরকারী পরিবহনে এমন ঘটনা বিরল নয়। এছাড়া শিক্ষার্থীদের স্ব-স্ব জেলায়র অবস্থানে পৌঁছে দিয়ে বাসগুলো একদিনের মধ্যেই ফিরে আসার কথা ছিল। কিন্তু শুক্রবার সকাল পর্যন্তও ফিরে আসতে পারেনি অবৈধ যাত্রী টানার কারণে।
প্রত্যক্ষভাবে দেখা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাস (চট্টমেট্রো-স-১১-০১৮৬) কঠোর লকডাউনের মধ্যেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে। সড়কে চট্টগ্রামমুখী সাদা রংয়ের এ বাসটি মিরসরাই ক্রস করে দ্রুত গতিতে চট্টগ্রামের দিকে ছুটে আসছিল।
শুক্রবার দুপুর ১১টা ৫৫মিনিটের সময় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারের কাছে একটি ফলের দোকানের সামনেও যাত্রী নামাতে দেখা গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল রাতে চবি ক্যাম্পাস থেকে তিনটি বাস ছেড়ে যায়। বাস চলাচল বন্ধ থাকায় আবাসিক হলে আটকে পড়া শিক্ষার্থীদের নিয়ে এসব বাস ছেড়ে যায়। বিশেষ করে রাজশাহী, রংপুর ও সিলেটের শিক্ষার্থীরা এসব বাসে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে এসব বাস পহেলা জুলাই রাতের মধ্যে ফিরে আসার কথা ছিল। কিন্তু শুক্রবার ২ জুলাই সকাল পর্যন্ত এসব বাস চবি ক্যাম্পাসে ফিরে আসেনি।
এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জেম বাংলাধারাকে বলেন, লকডাউনে আবাসিক হলে আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ী নিয়ে যেতে তিনটি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। গত বুধবার রাতে বিশেষ করে সিলেট, রাজশাহী ও রংপুরের শিক্ষার্থীরা এসব বাসে ছিল। তবে এ বাসটি কোথায় গিয়েছে তা আমার জানা নেই। চালকের সঙ্গে প্রতিবেদক এ বিষয়ে জানতে প্রশাসকের নিকট মোবাইল নম্বরটি নেয়ার চেষ্টা করলে তিনি জানেন না বলেন জানান। তবে সুপারভাইজর ভাল জানবে বলে তিনি প্রতিবেদককে এড়িয়ে যান। সুপারভাইজরের মুঠোফোন নম্বর চাওয়া হলে তিনি এই সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করেন প্রতিবেদকে।
বাংলাধারা/এফএস/এআই













