১৭ ডিসেম্বর ২০২৫

লকডাউনে চলছে না গণপরিবহন, ভোগান্তি চরমে

বাংলাধারা ডেস্ক

করোনা মহামারির বিস্তার রোধে সোমবার (২৮ জুন) থেকে সীমিত  পরিসরে লকডাউন শুরু হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী সব ধরণের গণপরিবহন বন্ধ রয়েছে। আর এতেই ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষসহ সব ধরণের যাত্রী।  ১ জুলাই বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হবে।

সোমবার সকালে নগরীর অলংকার, বড়পোল, আগ্রাবাদ, দেওয়ানহাট, ওয়াসা , জিইসি , চকবাজার সহ  বিভিন্ন মোড়ে দেখা যায় যাত্রীদের জটলা। রিকশা  ছাড়া অফিসে যাওয়ার আর কোন উপায় নেই। সব ধরণের গণপরিবহন বন্ধ থাকার সুযোগে রিকশাও ভাড়া আদায় করছে স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণেরও বেশি। লকডাউনের পাশাপাশি বৃষ্টিও অফিসগামী যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ।

এদিকে গণপরিবহন না চললেও মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ভ্যান , ট্রাক রাস্তায় চলতে দেখা গেছে।

নগরীর দেওয়ানহাট মোড়ে কথা হয় ব্যাংক কর্মকর্তা আজিম আহমেদ এর সাথে । তিনি বাংলাধারাকে জানান, আমার বাসা নগরীর হালিশহরের আই ব্লকে। আর কর্মস্থল ওয়াসার মোড়ে। নতুন বাজার মোড় পর্যন্ত হেঁটে এসেছি। এরপর সেখান থেকে রিকশা করে দেওয়ানহাট আসলাম ৯০ টাকা ভাড়া দিয়ে অথচ ভাড়া ৪০/৫০ টাকার বেশি না । কিন্তু আমাদের তো উপায় নেই। যেকোন ভাবেই অফিসে যেতে হবে।

এদিকে জিইসি’র মোড়ে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কালাম এর সাথে । তিনি ক্ষোভের সাতগে বাংলাধারাকে জানান, কষ্টের কথা বলে আর কি হবে। আমাদের কথা কি কেউ চিন্তা করে না, কেউ ভাবেও না। সরকার লকডাউনও দিয়েছে আবার অফিস খোলা রাখার কথাও বলছে। আমাদের অফিস থেকে কোন পরিবহনের ব্যবস্থা করা হয় নি। আমি বেতন পাই ১২ হাজার টাকা । আমার বাসা গোসাইলডাঙ্গা । সেখান থেকে অফিসে আসতে রিকশা ভাড়া লাগলো ১২০ টাকা আবার যেতে লাগবে ১২০ টাকা । এত টাকা যদি গাড়ি ভাড়াই দিতে হয় তাহলে খাব কি?

 কেউ কেউ মোটরসাইকেলে রাইড শেয়ারিং সার্ভিস দিচ্ছেন। এমনই একজন নাজিম। এক প্রশ্নের জবাবে নাজিম বলেন, এবারের সীমিত পরিসরে ‘লকডাউনে’ রাইড শেয়ারিং বন্ধের বিষয়ে কিছু বলে নাই সরকার। বন্ধ হওয়ার ঘোষণার আগ পর্যন্ত বাইক চালাবো। রাইড শেয়ারিং করে যে কটা টাকা উপার্জন হয় তা নিয়ে পরিবার-পরিজন নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছি। মোটরসাইকেল নিয়ে রাস্তায় না বের হলে না খেয়ে থাকতে হবে। অন্যান্য দিনের তুলনায় রাইড শেয়ারিং এর ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে।

ট্রাফিক পল্লবী জোনের ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) মো. জামিল উদ্দিন বাংলাধারাকে বলেন, আজ থেকে দেশে চলছে সীমিত পরিসরে ‘লকডাউন’। জরুরি কাজে জড়িত ডাক্তার-গণমাধ্যমকর্মীদের পরিবহনে ছাড় দেওয়া হচ্ছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সড়ক পরিবহন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এসজে

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ