বাংলাধারা প্রতিবেদন »
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিধিনিষেধ অমান্য করে বাইরে ঘোরাফেরা, যানচলাচল ও দোকানপাট খোলা রাখায় ২০৮ মামলায় ৯৪ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
শনিবার (৩১ জুলাই) নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, বিআরটিএ ও চসিকের ২১ জন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করেন।
এ সময় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটে গালিব চৌধুরী বলেন, বিধি নিষেধ মানাতে নিয়মিত অভিযান পরিচালিত করা হচ্ছে। অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি ও সরকারের বিধিনিষেধ মানতে সচেতন করা হচ্ছে।
তিনি আরও বলেন, আজ নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২০৮ টি মামলা ও ৯৪ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/এআই