১২ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে অবৈধভাবে নদীর চর কাটায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় মেঘনা নদীর চর ও কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার দায়ে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মহসিন বকাউল (২৫)।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ২টা ১০ মিনিটে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় মাটি কাটার উদ্দেশ্যে আনা একটি বাল্কহেড, একটি বেকু মেশিন এবং ১১টি ট্রাক্টর জব্দ করে নিজ জিম্মায় রাখা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র খাসেরহাট এলাকায় বেকু মেশিন ব্যবহার করে মেঘনা নদীর চর ও কৃষিজমির মাটি কাটছিল। গোপন সংবাদে ভিত্তিতে রাতে ইউএনও’র নেতৃত্বে রায়পুর থানার ওসি শাহীন মিয়া ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মহসিন বকাউলকে আটক করে।

ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “অবৈধভাবে কৃষিজমির মাটি বা নদীর চর কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

মোবাইল কোর্ট শেষে দণ্ডপ্রাপ্ত মহসিন বকাউলকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন