লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে “জুলাই জাগরণ, নব উদ্যোমে নির্মাণ” এই স্লোগানে র্যালি করেছে ইসলামী ছাত্র শিবির। এ সময় তারা ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রদানের দাবি জানান এবং ফ্যাসিবাদের বিচার দাবি করেন।
শনিবার (২ আগস্ট) সকালে জেলা শিবিরের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি দক্ষিণ তেমুহনী শহীদ মাসরুর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বর এসে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারি আবদুল আউয়াল হামদু, জেলা সভাপতি আবদুর রহমান, সেক্রেটারি আরমান হোসাইন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরমান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “স্বৈরাচার হাসিনা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে পালিয়ে গেছে। এখন আবার একটি পক্ষ শিবিরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার করে কোনো লাভ হবে না, শিবির তার আদর্শের পথেই এগিয়ে যাবে।”
তারা আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো, কিন্তু এখনও ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রদান এবং ফ্যাসিবাদের বিচার কার্যক্রম শুরু হয়নি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত এসব কার্যক্রম শুরু করতে হবে এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার করতে হবে।”