লক্ষ্মীপুরে নিউহলি মিশন কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও ভাষা শিক্ষক আবু নোমান আলতাফ (৩৫)-এর ওপর হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার বেড়িমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একইদিন রাতে মামলার প্রধান আসামি মো. শাহরিয়ার রাজু (২৭)-কে গ্রেফতার করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় নিয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহরিয়ার রাজু, তার বাবা সাহাদাত হোসেন (৫৫)সহ আরও কয়েকজন আলতাফের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে মারধর করে তাকে রক্তাক্ত করে ফেলে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আলতাফকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীর ছোট ভাই সাইফুল ইসলাম (২৫) জানান, “জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। পরে আমি বাদী হয়ে সদর মডেল থানায় জি.আর মামলা নং—৫১/৭১৯ দায়ের করি।”
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “মামলার প্রধান আসামি শাহরিয়ার রাজুকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। রাজুকে আদালতে সোপর্দ করা হবে।”
এদিকে ভুক্তভোগী পরিবার দ্রুত অন্যান্য আসামিদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।













