২১ জানুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষকের নাম হাফেজ নূর আলম (২৬)। তিনি হাবরুল উমরা মাদ্রাসার শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে পৌর শহরের দেওয়ান বাড়ি সড়কে অবস্থিত হাবরুল উমরা মাদ্রাসার পুরোনো ভবনের নিচতলায় একটি কক্ষে ফ্যানের সঙ্গে রশি বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত হাফেজ নূর আলম ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ২ নম্বর আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও জাদুরানী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মৃত নায়েব আলীর ছেলে।

নিহতের স্ত্রী হাফেজা সুরাইয়া জানান, দুপুরে তিনি স্বামী ও মেয়েকে নিয়ে বাসায় ছিলেন। একপর্যায়ে মোবাইলে কথা বলার পর নূর আলম বাইরে যাওয়ার কথা বলেন। তিনি স্বামীকে দ্রুত ফিরে আসতে অনুরোধ করলে স্বামী গামছা নিয়ে বাইরে বের হন। পরে মেয়েকে ঘুম পাড়িয়ে মোবাইল দেখছিলেন। হঠাৎ চেয়ার পড়ার শব্দ শুনে কক্ষের দরজায় গিয়ে গামছা ঝুলতে দেখেন। দ্রুত গামছা খুলে দেখতে পান, নূর আলম ফ্যানের সঙ্গে রশি বেঁধে ঝুলে আছেন। এরপর তিনি তার মা ও মাদ্রাসার শিক্ষকদের বিষয়টি জানান।

মাদ্রাসার শিক্ষক হাফেজ জোবায়ের আহমেদ বলেন, নূর আলমের স্ত্রীর কান্নাজড়িত ফোন পেয়ে দ্রুত বাসায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। বিষয়টি বিশ্বাস করতে না পেরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ঝলক মহন্ত জানান, হাবরুল উমরা মাদ্রাসার শিক্ষক নূর আলমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন