৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন মানবতাবাদীরা।
বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলার সভাপতি সামছুল করিম বলেন, সবার আগে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। দেশে ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, মানবতা এখন আর আগের মতো নেই, একে-অপরের শান্তির জন্য মানবতা ফিরিয়ে আনতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। খুন-খারাবি বন্ধ করতে হবে। তাহলে দেশে শান্তি ফিরে আসবে।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউস সানি আকাশ, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি রাশেদুল ইসলাম, নির্বাহী সদস্য মো. ফিরোজ আলম প্রমুখ।













