লক্ষ্মীপুর জেলা “যুবদলের” নতুন কমিটি দেওয়া হয়েছে। আব্দুল আলিম হুমায়ুন কে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিংকন কে সাধারণ সম্পাদক করে “দুই” সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
সোমবার (৭ জুলাই) রাত ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফেইসবুক পেইজে একটি পোস্টে এই কমিটি প্রকাশ করা হয়।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ লক্ষ্মীপুর জেলা যুবদলের ০২ (দুই) সদস্য বিশিষ্ট এই কমিটি (আংশিক) অনুমোদন দেয় এবং আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত একটি বার্তায় বলা হয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এই কমিটি দেওয়া হয়।
বাংলাধারা/এফইএমএফ