লক্ষ্মীপুর প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুচ্ছেদ-২ অনুযায়ী সদস্য পদের জন্য আগ্রহী সাংবাদিকরা/বিভিন্ন গণমাধ্যমে (জাতীয় দৈনিক/টিভি চ্যানেল/স্থানীয় দৈনিক) কর্মরত লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি/সংবাদদাতা/সম্পাদক/নির্বাহী সম্পাদক আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান (লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পুরাতন সদস্য নবায়নের ক্ষেত্রে ১২ বছরের বেশি অভিজ্ঞদের জন্য শিথিল যোগ্যতা)।
আবেদন ফরম গ্রহণের ক্ষেত্রে আগ্রহীদের আবেদন ফরমের ফেরতযোগ্য নয় এমন ৫০০/- (পাঁচ শত) টাকা পরিশোধ করতে হবে।
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ ইং থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখের মধ্যে আবেদনপত্র বাছাই কমিটির নিকট থেকে গ্রহণ ও জমা দিতে হবে।
আবেদনপত্র জমাদানের সময় অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট গণমাধ্যম থেকে প্রাপ্ত নিয়োগপত্র বা পরিচয়পত্র, ধারাবাহিক অভিজ্ঞতার বিবরণ, শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ, জাতীয় পরিচয়পত্র, এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং প্রকাশিত সংবাদ জমা দিতে হবে (১০ কপি)।
২০২৪-২৫ সনের সদস্য বাছাই উপ-কমিটি ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে উপকূল প্রতিদিন পত্রিকার সম্পাদক প্রকাশক ও বর্তমান প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহিরুল ইসলামকে আহ্বায়ক, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য হোসাইন আহমেদ শাহজাহানকে সদস্য সচিব, আমার বাংলাদেশ ম্যাগাজিন সম্পাদক প্রকাশক ও প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মো. সেলিম উদ্দিন নিজামীকে সদস্য, একুশে টিভির জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য জান্নাতুল ফেরদাউস নয়নকে সদস্য করা হয়েছে।