বাংলাধারা প্রতিবেদন »
লর্ডসে ক্রিকেটারদের অসাধারণ পারফরম্যান্স লিপিবদ্ধ করে রাখা হয় অনার্স বোর্ডে। আগে শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা এই সম্মান পেলেও ২০১৭ সাল থেকে একদিনের ক্রিকেটেও আছে অনার্স বোর্ডে নাম লেখানোর সুযোগ। শুক্রবার (৫ জুলাই) লর্ডসে নিজের প্রথম ম্যাচেই মুস্তাফিজুর রহমান পূরণ করলেন কাঙ্ক্ষিত সেই স্বপ্ন। একইদিনে দ্রুততম বাংলাদেশি হিসেবে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের শতম উইকেট।
দশ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে শুক্রবার মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। আগের ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট শিকার করা মুস্তাফিজ পাকিস্তানের বিরুদ্ধেও শিকার করেন ৫টি উইকেট। অনার্স বোর্ডে নাম লেখাতে হলে ব্যাট হাতে শতক হাঁকাতে হয় অথবা বল হাতে ৫ উইকেট শিকার করতে হয়। ফলে অনার্স বোর্ডে জায়গা করে নেন মুস্তাফিজ।
মুস্তাফিজের অগ্নিঝরা বোলিংয়ে উড়ন্ত শুরুর পরও পাকিস্তানের ইনিংস থামে ৩১৫ রানে। মুস্তাফিজের ক্ষুরধার কুড়িয়ে নেয় প্রশংসা। একনজরে দেখে নেওয়া যাক, টুইটারে মুস্তাফিজের প্রশংসাসূচক উল্লেখযোগ্য টুইট-



বাংলাধারা/এফএস/এমআর/টিএম













