২৮ অক্টোবর ২০২৫

লাইফ সাপোর্টে চবি উপাচার্যের স্বামী

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শিরিন আকতারের স্বামী মেজর (অব) লতিফুল আলম করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে লাইফ সাপোর্টে রয়েছেন। পরিবারের অন্য সদস্যরা করোনা মুক্ত হলেও তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

গত ১১ জুলাই উপাচার্যের নমুনা পরীক্ষার ফলাফলে তার মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের ৭ সদস্য করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময় উপাচার্যের সঙ্গে তার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরী ও মেয়ে রিফাত মোস্তফাও সিএমএইচে ভর্তি হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগে থেকে নিউমোনিয়া ছিলো মো. লতিফুল আলমের। সিএমএইচে ভর্তি হওয়ার পর তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ ফের স্বাস্থ্যের অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। স্বাসকষ্টসহ শরীরে অন্যান্য জটিলতা দেখা দিলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন