২৪ অক্টোবর ২০২৫

লাখো পাঠকের কাঠগড়ায় বাংলাধারা

বাংলাধারা প্রতিবেদন  »

ইন্টারনেট ভিত্তিক সংবাদপত্র তথা চট্টগ্রামের পাঠকপ্রিয় অনলাইন পত্রিকা বাংলাধারা ডটকম এখন লাখো পাঠকের কাঠগড়ায়। অল্প সময়ে এতো জনপ্রিয়তা পাওয়ায় পত্রিকাটির পক্ষ থেকে এর পাঠক, সাংবাদিক, লেখকসহ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানানো হয়েছে।

ইতোমধ্যে চট্টগ্রামের উন্নয়ন, ইতিহাস, ঐতিহ্য, দুর্নীতি, শিক্ষা এসব বিষয়ে নানা অনুসন্ধানী রিপোর্ট প্রচার করে বাংলাধারার গ্রহনযোগ্যতাকে আরো শক্তিশালী করেছে।

বাংলাধারা শুরু থেকেই মুক্তিযুদ্ধের আদর্শের পতাকা বহন করে চলছে। গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও মুক্তবুদ্ধিচর্চার ক্ষেত্রে তার স্বকীয় বৈশিষ্ট্য সমুজ্জ্বল রেখেছে। গণমানুষের কথা বলে, সমাজ ও দেশের সার্বিক কল্যাণ চিন্তার প্রতিফলন ঘটিয়েছে। যে কারণে পেয়েছে মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন। ফলে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সঙ্কটের মধ্যেও বাংলাধার’র রয়েছে নির্বিঘ্ন পথচলা।

লাখো পাঠকের এই জনপ্রিয়তা তুলে ধরে বাংলাধারা’র চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুস সবুর লিটন বলেন, খুব অল্প দিনেই অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বাংলাধারা চট্টগ্রামসহ দেশ-বিদেশের পাঠক ও দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করে ডিজিটাল তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করেছে। বাংলাধারা লাখো নয়, কোটি পাঠকের কাছে পৌঁছে যাবে শিগগিরই। আমি আশা করবো, ভবিষতেও ইতিহাস, ঐতিহ্য এবং উন্নয়নের খবর আরো বেশি বিকশিত হবে। শুভ কামনা সবসময়।

পত্রিকাটির সম্পাদক ফেরদৌস শিপন বলেন, আলাদা বৈশিষ্ট্য থাকা মানেই বাংলাধারা। সব সময় ভিন্নভাবে একটি সঠিক সংবাদ তুলে ধরার ধারাবাহিকতা আছে এই মাধ্যমটির। সম্মানিত পাঠক ও দর্শকদের ভালো লাগার কারণেই অল্প দিনেই এতটুকু আসতে সক্ষম হয়েছে। এজন্য পাঠক, সাংবাদিক, লেখকসহ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল শুভানুধ্যায়ীদের প্রতি রইলো আমাদের আন্তরিক শুভেচ্ছা। ভবিষ্যতে মানুষের কথা বলতে সকলের সহযোগিতা চাই।

উল্লেখ্য, বাংলাধারার পথচলা শুরু ২০১৮ সালে। বর্তমানে বেশ কয়েকজন প্রবীণ সাংবাদিকসহ এক ঝাঁক তরুন সাংবাদিকদের নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনায় ‘সত্য প্রকাশে অবিচল’ শ্লোগানে দেশের অর্থনীতির মজবুত ভিত রচনায় অনলাইন পত্রিকাটি অঙ্গিকার বদ্ধ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন