২৪ অক্টোবর ২০২৫

‘লাট সাহেবের পোয়া’— মেয়রকে মীর নাছিরের গালি

বাংলাধারা ডেস্ক »

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশুর জানাযায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে গালি দিয়ে কাউন্সিলরদের তোপের মুখে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সিটি মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন। শনিবার (২৮ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে জানাজা পুর্বে এ ঘটনা ঘটে।

জানাজায় অংশ নেওয়া মুসল্লীরা জানান, শফিকুল মান্নান যিশুর জানাযা শনিবার যোহরের নামাজের পর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে যোগ দেন চসিকের বেশ কয়েকজন কাউন্সিলর। বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন জানাজা মাঠে উপস্থিত হয়ে নানান বিষয়ে মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে মেয়র রেজাউল সেখানে আসতে দেরি হওয়ায় মেয়রকে ‘লাট সাবের পোয়া’ বলে গালি দিয়ে মন্তব্য করতে থাকেন মীর নাছির। এসময় তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলররা। পরে মেয়র রেজাউলকে ছাড়াই জানাযা সম্পন্ন হয়।

চসিক কাউন্সিলররা জানান, মীর নাসির জানাজা স্থলে এসেই নানান অভিযোগ করতে থাকেন। বর্তমান মেয়র এবং সাবেক মেয়রকে নিয়ে করতে থাকেন নানা কটু মন্তব্য।  এর পরে মেয়র আসার জন্য ৫ মিনিট অপেক্ষা করতে বললে  তিনি বলে ওঠেন ‘ইতে কোন লাট সাবের পোয়া, হইয়্যিদে’। উপস্থিত কাউন্সিলররা তাৎক্ষনিক তার প্রতিবাদ জানায়।

এই অভিযোগের ব্যাপারে মীর নাসিরের মন্তব্য জানতে চেয়ে ফোন করলে, তিনি কল রিসিভ করেননি। চসিকের কাউন্সিলর সহ সকল কর্মকর্তা কর্মচারী এই মন্তব্যের জন্য মীর নাসিরের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

আরও পড়ুন