বান্দরবানের লামা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হাতে আব্দুর রহমান (২৩) নামের এক যুবক খুন হয়েছেন। সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে আজিজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত মজু মিয়ার ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই আব্দুর শুক্কুর ও তার স্ত্রী মিনুয়ারা বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই কলহ মীমাংসার উদ্দেশ্যে ওইদিন রাতে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে আজিজ মেম্বারের দোকানের সামনে। বৈঠক শুরু হওয়ার আগেই আব্দুর শুক্কুরের তিন শ্যালক মো. রিয়াদ, মো. সোহেল ও মো. জামালের সঙ্গে ছোট ভাই আব্দুর রহমানের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা তিনজন মিলে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার পর স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আব্দুর শুক্কুরের স্ত্রী মিনুয়ারা বেগম, তার শাশুড়ি ছলিমা বেগম এবং তিন শ্যালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটককৃতদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায়।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
স্থানীয় ইউপি সদস্য ছৈয়দুর রহমান বলেন, “বিষয়টি পারিবারিক হলেও তা ভয়াবহ পরিণতির দিকে গড়ায়। বৈঠক বসার আগেই এমন খুনের ঘটনা আমরা কল্পনাও করিনি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে।