৩০ অক্টোবর ২০২৫

লামায় বালু তোলার ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিল উপজেলা প্রশাসন

বান্দরবান প্রতিনিধি »

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

লামা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা ও বগাইছড়ি এলাকায় ঝিরি, ছড়া এবং নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করা হচ্ছে। একাধিক সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন- লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল হক ও সঙ্গীয় ফোর্স। ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি ড্রেজার মেশিন ও কয়েকশত ফুট পাইপ আগুনে পুড়ানো হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন