২৪ অক্টোবর ২০২৫

লামায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের লামায় ৪ হাজার পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ দুই মদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

বুধাবার (৯ ফেব্রুয়ারি) সকালে লামা উপজেলা আজিজনগর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের তেলুনিয়া পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটক বেলাল হোসেন মধু (৪২) আজিজনগর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের তেলুনিয়া পাড়া গ্রামে মৃত আব্দুস সাত্তারের ছেলে। অপরজন মো. আবু সুফিয়ান শফি (৪১) হোয়াইনক ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের কোশরাপাড়া গ্রামে আব্দুর শুক্কুরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে তাদেরকে তল্লাশি চালালে ৪ হাজার পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ বেলাল হোসেন মধু (৪২) ও মো. আবু সুফিয়ান শফি (৪১) নামে দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়।

আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর শামীম শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা হাতে নাতে তাদের আটক করি। পরে তার বাড়ি ভিতর তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে ৪ হাজার পিস ইয়াবা ও ১০ হাজার টাকা মূল্যের ৫শ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট মধু ও তার সহযোগিকে গ্রেপ্তার করা হয়।

লামা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন