৮ নভেম্বর ২০২৫

লামায় গভীর রাতে দিনমজুরের বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা!

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের লামায় গভীর রাতে দিনমজুর গিয়াস উদ্দিনের বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ মে) রাতে ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঙালি পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক। তিনি জানান, দুর্বৃত্তদের আগুনে দিন মজুরের বাড়ি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউপি পরিষদ থেকে তাদের সহযোগিতা করা হবে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত সাথী মনি জানান, আমার ছোট বাচ্চাকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে হঠাৎ আগুন দেখে বাড়ি থেকে বের হয়ে আসি। আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে বাড়িতে রাখা নগদ ৫১ হাজার ৫শ টাকা, বাড়ির মালামালসহ সবকিছু পুড়ে প্রায় ২ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, পার্শ্ববর্তী আসাব উদ্দিন ও দলীলুর রহমানের সাথে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে রাতে আগুন দেওয়ার পর ২-৩ জন লোককে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন সাথী মনি। তবে অন্ধকার হওয়াতেই তাদের চেহারা দেখতে পাননি তিনি। তার ধারণা, সুযোগ বুঝে তার বাড়িতে লোক দিয়ে আগুন দিয়েছে আসাব উদ্দিন।

এই বিষয়ে আসাব উদ্দিন জানান, তাদের সাথে আমাদের মামলা রয়েছে। নিজেরা ঘরে আগুন দিয়ে আমাদেরকে ফাঁসাচ্ছে বলে জানান তিনি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়ামাত্র ফাইতং ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ