২৫ অক্টোবর ২০২৫

লামা বিদ্যুৎ অফিসের কর্মচারী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

বান্দরবান প্রতিনিধি »

লামায় বিদ্যুৎ অফিসের কর্মচারী আলমগীর হোসেন প্রকাশ সুইট (৩৫) ভাড়া বাসায় ফাঁসি খেয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় লামা পৌরসভার মধুঝিরি এলাকা হাজী মঞ্জিল কামরুলের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। সে লামা বিদ্যুৎ অফিসের টেকনিশিয়ান ও বগুড়া জেলার শেরপুর থানার উলিপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

পরে বাড়ি ও অফিসের লোকজন লামা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

লামা বিদ্যুৎ অফিসের সহকারী আবাসিক প্রকৌশলী সাজ্জাদ ছিদ্দিক বলেন, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন