চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ডালিয়া বড়ুয়া, জাফরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ নাঈম উদ্দীন, মোহাম্মদ হানিফ, ওসমান গনি, দেলোয়ার হোসেন, অ্যাড. আসাদুল আলম ছালেক, মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান, সাকিবুল হাসান চৌধুরী, মোহাম্মদ আহসান, শাফি আউয়াল, আশরাফ উদ্দীন রবিন, মোহাম্মদ দিদারুল আলম, কাজী জাবের ইসলামসহ ৩৯ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মুন্নী বড়ুয়া, প্রিয়া বড়ুয়া, ফয়সাল আহমেদ হৃদয়, নাঈম উদ্দীন তুষার, বিজয় দেব নয়ন, মোহাম্মদ মহিউদ্দিন, শহীদুল মোস্তফা, মোহাম্মদ সরওয়ার আলম ফয়সাল, মাওলানা মিনহাজুল ইসলাম, মুরশিদুল আলম, ইয়াছিন ফরহাদ সাকিব, এহসানুল হক, মো. রাশেদুল আলম, মোহাম্মদ ইয়াছিন, মোরশেদুল আলম, মুহাম্মদুল হাসান, মো. মাসুদুল করিম, মোহাম্মদ জাকারিয়া, আব্দুল করিম রিমন, শাহেদুল ইসলাম শাহেদ, পলাশ চক্রবর্তী, ফজলুল রাব্বি রিফাত।
আগামী তিন মাস বা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটি দলীয় কার্যক্রম পরিচালনা করবে।
প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ বলেন,
“আমাদের দেশে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, মানুষ তাদের মত প্রকাশের অধিকার ফিরে পেয়েছে। আমরা চাই, কেউ যেন আর জনগণের ভোটাধিকার, স্বাধীনতা ও মানবাধিকার হরণ করতে না পারে। জাতীয় নাগরিক পার্টি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার আদায় এবং সুস্থ রাজনৈতিক ধারার বিকাশে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
আনোয়ারা উপজেলাকে শক্তিশালী ও কার্যকর করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাআল্লাহ, আগামী দিনে এনসিপিকে উপজেলায় একটি জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তিতে পরিণত করব।”