বাংলাধারা প্রতিবেদন»
নগরীর লালখান বাজারে দুই মাদক ব্যবসায়ী পরিবারের মধ্যে সংঘর্ষে আব্দুল মালেক (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
২২ আগস্ট (রোববার) রাত ১১টার দিকে লালখানবাজারের মতিঝর্ণা ৫ নম্বর লেনে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, রোববার রাত ১১টায় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হোসেন আরা ও আলাউদ্দিনের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী হোসনে আরার বাবা আবদুল মালেক মারামারি থামাতে এগিয়ে আসেন। এ সময় আলাউদ্দিনের পরিবারের এক ব্যক্তি (জাহেদার জামাই) কিল-ঘুষি মারতে থাকেন আব্দুল মালেককে। মারধরের একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল মালেক। রক্তাক্ত অবস্থায় স্থানীয়ারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আশিক বাংলাধারাকে সংঘর্ষের এবং নিহতের বিষয়টি নিশ্চিত করেন। নিহতের লাশ বর্তমানে চমেক হাসপাতাল মর্গে রয়েছে।
বাংলাধারা/এফএফ/এফএস













