বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে আমিন সেন্টারে পাশের একটি ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আরিফ ভোলার চরফ্যাশন থানার আব্দুল্লাপুর এলাকার মো. আলীর ছেলে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, লালখান বাজারের আমিন সেন্টারের পাশে একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করছিল মো. আরিফ। সেখান থেকে সে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে।













