২৫ অক্টোবর ২০২৫

লালদীঘিতে ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লালদীঘি পাড়ে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় তাদের গ্রেপ্তার করা হয়।

আটক তিনজন হলো— বাঁশখালী থানার বাগমারার ইদ্রিস আলীর ছেলে মো. আবদুল্লাহ (৩২), সাতকানিয়া থানার পূর্ব বাজালিয়ার ইউসুফ জালালের ছেলে আহম্মদ নবী ও সাতকানিয়ার দক্ষিণ ঢেমশার মো. হোসেনের ছেলে কায়সার হামিদ (২৩)।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টায় লালদিঘী পাড় থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন