২৬ অক্টোবর ২০২৫

‘লাল মোরগের ঝুঁটি’ এখন চট্টগ্রামে

বিনোদন প্রতিবেদক »

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তি পাওয়া স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’র প্রদর্শিত হচ্ছে চট্টগ্রামে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হয়।

এ উপলক্ষে সোমবার (২০ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিকের পরিচালনায় পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত এই ছবিটি ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই ছবির। শুটিং শুরু, মাঝপথে বন্ধ, তারপর আবার শুরু— এভাবে শুটিং শেষ করতেই লেগে গেছে কয়েক বছর। সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। নানা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে গত ১০ ডিসেম্বর ঢাকায় মুক্তি পায় ‘লাল মোরগের ঝুঁটি’। গতকাল সোমবার (২০ ডিসেম্বর) থেকে চট্টগ্রামে ছবিটি প্রদর্শনীর আয়েজন করা হয়।

চট্টগ্রামে প্রথম দিন থেকেই সিনেমা হলে দর্শকের সঙ্গে ছবিটি দেখেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। প্রতি শো হবে ১২.৩০টা, ৩.৩০টা, ৬.৩০টায় আর টিকেট ১০০ টাকা ও ২০০ টাকা। অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, জ্যোতিকা জ্যোতি, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, শাহজাহান সম্রাট, জোবায়ের, দীপক সুমন প্রমুখ।

ছবিটির প্রযোজক মাতিয়া বানু শুকু। গতকাল সোমবার চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দেবু, চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অনিন্দ্য টিটু, অভিনেতা শিল্পী সরকার, দিলরুবা দোয়েল, শাহজাহান সম্রাট প্রমুখ।

আরও পড়ুন