২৯ অক্টোবর ২০২৫

‘লাল শাড়ি’র সঙ্গী হলেন দিলরুবা দোয়েল

বিনোদন ডেস্ক »

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ছবিতে অভিনয় করার জন্য অনেক অভিনেতা-অভিনেত্রী যুক্ত হয়েছেন। এবার সেই কাতারে যুক্ত হলেন এই সময়ের জনপ্রিয় ও নজরকাড়া আলোচিত মডেল ও অভিনেত্রী দিলরুবা দোয়েল।

বৃহস্পতিবার ঢাকার একটি রেস্তোরাঁয় চুক্তিবদ্ধ হন দোয়েল। এসময় সিনেমাটির প্রযোজক অপু বিশ্বাস ও নির্মাতা বন্ধন বিশ্বাস উপস্থিত ছিলেন।

দিলরুবা দোয়েল বলেন, ‘শাড়ি বাঙালির আবেগের বিষয়। নারীর কাছে এর তাৎপর্য আরও অনেক। শুধু আবেগ নয়, শাড়ির সঙ্গে ঐতিহ্যের বিষয়ও জড়িত। এতে আমি অভিনয় করতে যাচ্ছি ‘মুনিয়া’ চরিত্রে। তাঁতপল্লিতে বেড়ে ওঠে সে। চরিত্রটি নিয়ে আর বিস্তারিত বলতে চাই না। আমি চাই, দর্শক পর্দাতেই সিনেমাটি দেখবেন।’

সম্প্রতি সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অপু। গত ২০ জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এতে অপু অভিনয়ও করবেন। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। ২০২১-২২ অর্থবছরে শাকিব খান-অপু বিশ্বাসসহ মোট ১৯ জনকে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়।

আরও পড়ুন