সন্দ্বীপ প্রতিনিধি »
কাতারে সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ মাসুদ (৩৫) আর নেই।
গত ৩০ নভেম্বর মাসুদ কাতারের আল-ওয়াকির নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে দোহা হামাদ হাসপাতালে নেয়া হয়, গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মাসুদের গাড়ি চালক অপর আহত প্রবাসী শফিউল ইসলাম একই হাসপাতালে চিকিৎসায় আছেন। তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি সুস্থ আছেন বলে জানাগেছে, শফিউল সর্ম্পকে নিহত মাসুদের চাচাতো ভাই।
নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মাসুদ এর বাড়ি চট্টগ্রাম জেলাধীন সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়াডে। তিনি মোহাম্মদ রুহুল আমিন প্রকাশ রুহুল আমিন মেম্বার’র ছেলে।
মাসুদের মৃত্যুর খবরে তাঁর পরিবার সহ পুরো এলাকায় নেমে এসেছে শোক।
নিহত মাসুদ’র ছোটভাই কাতার প্রবাসী জহির উদ্দিন বাবর ও তাঁর পরিবার বাংলাধারাকে জানান , গত ৩০ নভেম্বর শুক্রবার আল-ওয়াকির নামক স্থানে পাকিস্তানি নাগরিকের প্রাইভেটকার পেছন হতে মাসুদের গাড়িকে আঘাত করলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়, মারাত্মক আহত হন সামনের আসনে বসা মাসুদ ও চালক শফিউল ইসলাম।
মাসুদ সেখানে একজন কাতারি নাগরিকের বাসায় কর্মরত ছিলেন এবং ১২ বছর পূর্বে তিনি জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান। তাঁর স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে।
বাংলাদেশ দূতাবাস’র বরাতে মাসুদের পরিবার আরও জানান , মাসুদ’র লাশ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেটকার মালিক পাকিস্তানি নাগরিকের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়ার ব্যবস্থা করবে দূতাবাস।
বাংলাধারা/এফএস/টিএম













