বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২৫নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুস সবুর লিটনের নির্বাচনী প্রচারণায় জনতার ঢল নেমেছে। হাজারো মানুষের পদচারণায় মুখরিত টিফিন ক্যারিয়ারের গণসংযোগ। এলাকার মানুষ স্বতস্ফূর্তভাতে গভীর রাতে প্রচারণায় নেমে পড়েছে। লিটনের গণসংযোগ নিয়ে রামপুরজুড়ে চলছে নির্বাচনী উৎসব।
সোমবার (৯ মার্চ) প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ২৫নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুস সবুর লিটন।
প্রতীক বরাদ্দের প্রথম দিন সোমবার (৯ মার্চ) রাতে রামপুর ওয়ার্ডের ২নং ইউনিট মতবিনিময় করেন তিনি। দেখা গেছে এ মতবিনিময় সভায় ইউনিটের সর্বস্তরের জনগণের উপস্থিতি যেন উৎসবে পরিণত হয়েছে রামপুর বৈশাখী মাঠ।

মাদকমুক্ত এলাকা গড়ে তোলার আশাবাদ জানিয়ে ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের মনোনীত কাউন্সিল পদপ্রার্থী আব্দুস সবুর লিটন বলেন, আমরা মাদকমুক্ত রামপুর গড়তে চাই। যদি নির্বাচিত হই তবে অবশ্যই রামপুরকে জলজট, ভূমিদস্যু, মাদকমুক্ত হেলদি সিটিতে রূপান্তর করবো।
বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিটন বলেন, আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি। আমি আশা করব রামপুর ওয়ার্ডের জনগণ আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখবেন।
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে অত্র ওয়ার্ডের উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন করবো। উল্লেখযোগ্যভাবে বিভিন্ন এলাকায় অবস্থিত বহু পুরাতন রাস্তাকে সংস্কার ও আধুনিকায়ন করে পুরো ২৫নং ওয়ার্ডকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণের ব্যবস্থা করবো। আমার এলাকার মুরব্বিদের সাথে নিয়ে এলাকার ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখবো।
হালিশহর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়র হোসেন খোকা, মহানগর যুবলীগের সদস্য মাহবুব আজাদ, হালিশহর থানা আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম, মীর আহমদ সর্দার ও বীর মুক্তিযোদ্ধা মো. এয়াকুব, রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলু, সাংগঠনিক সম্পাদক কামাল।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুরে আরা বেগম, হুমায়ুন কবির হিমু, আব্দুল হাকিম, আবদুল মোতালেব, কবির আহমদ, মো. আলী আজগর, ফারহানা আফরোজ জেনিফার, রেনু আক্তার, আবুল কালাম আজাদ, আদনান মাহমুদ সজিব, বীর মুক্তিযোদ্ধা মো. নাছির, এরশাদ মাহমুদ নোভেল প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













