১৬ ডিসেম্বর ২০২৫

লিটন দাসের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি ২৭৬ রান

বাংলাধারা প্রতিবেদক »

জিম্বাবুয়ের হারার স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টস জয় লাভ করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা।

সূচনা লগ্নে ছন্দপতন তামিমের, ৭ বল মোকাবেলা করে তৃতীয় ওভারের শুরুতে ০ রানে মোজারাবানীর বলে চাকাবার গ্লাভসে বন্দী হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনি।

তৃতীয় নম্বরে পজিশনে খেলতে আসা সাকিব ও পারেননি ইনিংসটাকে বড় করতে। নবম ওভারে মোজাবারানির শর্ট লেন্থের আউট সাইট অফ স্ট্যাম্পর বলকে চার হাঁকাতে গিয়ে বার্লের হাতে ক্যাচ দেন তিনি।

মুশফিকের স্থলাভিষিক্ত হওয়া মো. মিঠুন ফিরে যান মাত্র ১৯ রানে। মোসাদ্দেক ব্যর্থতায় খাতায় নাম লিখিয়ে বিদায় নেন ৫ রানে। মিডল ওয়াডারের প্রাণ খ্যাত মাহমুদউল্ল্যাহ এসে সঙ্গ দিতে থাকেন লিটন দাশকে।

বিপর্যয় ঠেকিয়ে একটি শক্ত ভিত গড়ে দেয় মিঠুন মাহমুদউল্ল্যাহর ৯৩ রানের জুটি। আউট হওয়ার আগে মাহমুদউল্ল্যাহ সংগ্রহ করেন গুরুত্বপূর্ণ ৩৩ রান। এর মাঝে ওপেনিং এ নামা লিটন দাস এক প্রান্তে রানের চাকা সচল রেখে ধীরে ধীরে সেঞ্চুরীর দ্বারপ্রান্তে পৌঁছে যান।

আফিফকে সঙ্গে নিয়ে ১১৪ বলে ৮ চারে লিটন তুলে নেন তার ক্যারিয়ারে চতুর্থ এবং জিম্বাবুয়েরের বিপক্ষে টানা দ্বিতীয় শতক। শেষ দিকে আফিফ হোসাইন এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে কারণে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

শেষ দিকে পিচে আসা সাইফুউদ্দিন একটি বাউন্ডারি হাঁকিয়ে ৬ বলে ৮ রান করে এবং তাসকিন ১ বল মোকাবেলা করে ১ রান নিয়ে অপরাজিত থাকেন।

নিউজটি পাবলিশ হওয়ার আগ পর্যন্ত ২৭৭ রান তাড়া করতে নেমে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ