বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে শিশুসাহিত্যিক, গীতিকার ও কথন সম্পাদক ফারুক হাসানের স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় মহিউদ্দিন শাহ আলম নিপুর সভাপতিত্বে চট্টগ্রাম একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক আলী প্রয়াসের সঞ্চালনায় বক্তারা বলেন, ‘ফারুক হাসান একজন বহুমাত্রিক মানুষ ছিলেন। বিত্তবান ঘরের সন্তান হওয়া সত্ত্বেও তিনি পুরোটা জীবন সাহিত্য-সংস্কৃতির জন্য কাজ করে গেছেন। তার অকাল প্রয়াণে প্রকাশক পরিষদ একজন নিবেদিতপ্রাণ প্রকাশককে হারালো।’
এ সময় বক্তব্য রাখেন, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, গবেষক জামাল উদ্দিন, প্রকাশক মুহাম্মদ নুরুল আবছার, কবি নাজিমুদ্দিন শ্যামল, কবি সাঈদুল আরেফীন, ড. শিব প্রসাদ, আখতারুল ইসলাম, সুব্রত কান্তি চৌধুরী, মাওলানা তৈয়ব আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফারুক হাসানসহ সমগ্র মানবজাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দীন মাহমুদ।