বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মহানগরীর হাট বাজারে এখন প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। যা রীতিমতো অবিশ্বাস্য! করোনা ভাইরাস সংক্রমন রোধে লেবু কার্যকর ভূমিকা রাখে-এমন খবরে সাধারণ মানুষের মধ্যে লেবু খাওয়ার প্রতি আগ্রহ বেড়েছে।
আর এই আগ্রহকে পুঁজি করে এক শ্রেণির ব্যবসায়ী ইচ্ছামতো লেবুর দাম বাড়িয়েছে। ‘রস নেই’ এমন লেবুর হালিও ৬০ টাকা। অথচ মাসখানেক আগেও প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ১৫ থেকে ২৫ টাকার মধ্যে।
শুক্রবার নগরীর রিয়াজুদ্দিন বাজারের কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, প্রতি হালি লেবু ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এই বাজারের সবজি ব্যবসায়ী আরমান বলেন, করোনার জন্য লেবুর দাম বেড়েছে। চাহিদা এতো বেশি যে, রস হয় নাই এমন লেবুও চাষীরা এখন বাগান থেকে তুলে বিক্রি করছেন।
বাংলাধারা/এফএস/টিএম













