বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের করোনার প্রধান পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ লোকবল সংকটের কারণে করোনার নমুনা পরীক্ষা করার সুযোগ কমে যাচ্ছে। তাই ল্যাবে ১২০০ নমুনা জমে আছে।
চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, লোকবলের অভাবে নমুনা জটের এই পাহাড় একটুও টলাতে পারছে না প্রতিষ্ঠানটি। এই জটের সমাধান খুঁজতে এবার শহরের বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহের বুথ বসানোর কথা ভাবছে।
এ বিষয়টি নিয়ে সোমবার (১১ মে) চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের আহবানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এতে ব্র্যাকের চট্টগ্রাম অঞ্চলের ডিস্ট্রিক্ট ম্যানেজারও উপস্থিত ছিলেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ারর কবির, তিনটি ল্যাবে পরীক্ষা হচ্ছে ঠিক। কিন্তু নমুনা সংগ্রহ করছে শুধু বিআইটিআইডি। দিনভর তারা নমুনা সংগ্রহ করে সেসব চমেক ও সিভাসুকে দেয়। নিজেরাও টেস্ট করে। একই লোক দিয়ে নমুনা সংগ্রহ ও টেস্ট সবই করতে হচ্ছে বলে তাদের উপর বেশি চাপ হয়ে যাচ্ছে।
আইটিআইডির ল্যাব ইনচার্জ অধ্যাপক ডা. শাকিল আহমেদ বলেন, আমার শুরু থেকেই সাজেশন ছিল যে সক্ষমতা বাড়াতে হবে। বারবার বলছি এটা একদিনের জন্য আসেনি। এখন ৮ জন লোক দিয়ে আমরা সারাদিন নমুনা সংগ্রহ করাচ্ছি। দিনভর পতেঙ্গা থেকে বালুছড়া পর্যন্ত আমরা নমুনা সংগ্রহ করি। তো লোকজন যখন নমুনা সংগ্রহ করে, তখন ল্যাবের কাজ বন্ধ থাকে।
বাংলাধারা/এফএস/টিএম













