২৮ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায়ও ২৫০ গ্রাম গরুর মাংস কেনার সুযোগ

লোহাগাড়া প্রতিনিধি »

দিন দিন বেড়ে চলেছে গরুর মাংসের দাম। নিম্ন আয়ের মানুষেরা দীর্ঘশ্বাস ফেলছেন বাজারে গিয়ে। এমতাবস্থায় নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে ২৫০ গ্রাম মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনের মাংস বিক্রেতা মো. মুসলিম উদ্দিন সওদাগর।

সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের বটতলী মাংসের দোকানে গেলে প্রতিবেদককে এ বিষয়ে তার আগ্রহের কথা জানান। এই নিয়ম মঙ্গলবার সকাল থেকে চালু হবে।

বাজার ঘুরে দেখা গেছে, হাড়সহ গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। আর হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়। সেই হিসাবে হাড়সহ ২৫০ গ্রাম গরুর মাংসের দাম ১৯৫ থেকে ২০০ টাকা। হাড়ছাড়া গরুর মাংস ২২০ থেকে ২২৫ টাকায় কেনা যাবে।

মাংস বিক্রেতা মুসলিম উদ্দিন বাংলাধারকে জানান, গ্রামের নিম্ন আয়ের মানুষেরা এক কেজি গরুর মাংস কিনতে পারেন না। দাম শুনেই হেঁটে চলে যান। এখন তাঁরা চাইলেই আমার দোকান থেকে গরুর ২৫০ গ্রাম মাংস কিনে খেতে পারবেন।

বেশ কয়েকজন ক্রেতা বাংলাধারাকে জানান, বর্তমান বাজারে দ্রব্যমূল্য অনেক বেশি। নিম্ন আয়ের মানুষের পক্ষে অনেক সময় এক কেজি গরুর মাংস কিনে খাওয়া সম্ভব নয়। তাদের কথা মাথায় রেখে মাংস বিক্রেতা মুসলিম উদ্দিনের এই উদ্যোগ প্রশংসনীয়। এই উদ্যোগের কারণে স্বল্প আয়ের মানুষের খেতে পারবে গরুর মাংস।

এদিকে লোহাগাড়া বটতলীর মুরগীর বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩২০, পাকিস্তানি মুরগি ২৯০ থেকে ৩০০ টাকা ও দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মুরগির ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১২৫ টাকা।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর চকবাজারেও এক মাংস বিক্রেতাও ক্রেতাদের সুবিধার্থে সর্বনিম্ন ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি শুরু করেন।

আরও পড়ুন