২৮ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর পদুয়া আকাম উদ্দিন সওদাগর পাড়া এলাকায় হাঙ্গরখালে বালু উত্তোলনের দায়ে দেলোয়ার নামের ওই ব্যক্তিকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী। তিনি জানান, পদুয়া ইউনিয়নের হাঙ্গরখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল কতিপয় ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দেলোয়ার নামে এক যুবকের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারী কাউকে ছাড় দেওয়া হবে না এবং অভিযান চলমান থাকবে। এদিকে একইদিন উপজেলার একটি কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানায় সাত জনকে ৭০০ টাকা জরিমানা করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন