লোহাগাড়া প্রতিনিধি »
মহামারী করোনাভাইরাস প্রতিরোধে মানুষ যখন গৃহবন্দী তখনও থেমে নেই ইয়াবা কারবারিরা। মিয়ানমার থেকে নিয়মিত ভিন্ন ভিন্ন কৌশলে ইয়াবার বড় বড় চালান যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আর চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ তাদের সাড়াশি অভিযানে প্রতিনিয়ত আটক করছে ইয়াবার বড় বড় চালান।
সর্বশেষ শনিবার (১৬ মে) রাতে উপজেলার চুনতি বনপুকুর সংলগ্ন একটি রেষ্টুরেন্টের সামনে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন মুন্সিগঞ্জের গজরিয়া টেঙ্গারচর এলাকার আবু ইউছুপের পুত্র সোয়াইব সরকার (৪৫), কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার মোহাম্মদ সুলতানের পুত্র সৈয়দুল আমিন (২৪), মুন্সিগঞ্জের শ্রীনগর থানার দক্ষিণ পাড়া এলাকার মৃত শেখ আলীর পুত্র মোঃ ওমর ফারুক (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআই মাহফুজুর রহমানের সঙ্গীয় ফোর্সের অভিযানে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (১৬ মে) তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, আমরা মাদকের ব্যাপারে কাউকে ছাড় দিব না। আমাদের টিম করোনা পরিস্থিতিতেও বিশেষ অভিযান চালিয়ে পাচারের সময় ইয়াবা কারবারিকে আটক করতে সক্ষম হচ্ছে।
বাংলাধারা/এফএস/টিএম













